...Beyond The Horizon
National Telecommunication Monitoring Centre
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান গত ০৬ নভেম্বর ২০১৮ তারিখে এনটিএমসি পরিদর্শনে আসেন। বিকাল ০৪টা নাগাদ এনটিএমসি এসে পৌঁছালে মুখ্য সচিব মহোদয়কে পরিচালক, এনটিএমসি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মাননীয় সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ সচিবালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে মাননীয় মুখ্য সচিব এবং অন্যান্য সচিব মহোদয়দের এনটিএমসি'র সকল কার্যক্রম এবং এর আধুনিকায়ন সম্পর্কে পরিচালক, এনটিএমসি সম্যক অবহিত করেন। অতঃপর অতিথিবৃন্দ এনটিএমসি'র চলমান সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং অত্র সংস্থার অভূতপূর্ব উন্নয়ন দেখে অভিভূত হন। অত্র সংস্থার পরিচালকের সুদুরপ্রসারী দিকনির্দেশনা ও দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এনটিএমসি'র অপারেশনাল সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শন শেষে মুখ্যসচিব মহোদয় এনটিএনসি'র জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসহ এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
© copyright : NTMC 2017