...Beyond The Horizon
National Telecommunication Monitoring Centre
দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযান এবার ভিন্নমাত্রায় আরও কঠোরভাবে আসছে। দ্বিতীয় পর্যায়ের এ অভিযানকে বলা হচ্ছে ‘নেক্সট লেভেল মিশন’।
সূত্র বলছে, মাদক গডফাদারদের কার্যক্রম ও প্রভাবশালী বলয়ে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের ‘হট লাইন’ শুরুতেই ভেঙে দিতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য তাদের ফোনালাপের ওপর নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা (আড়ি পাতা) আরও জোরদার করা হয়েছে। এরই মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) এ সংক্রান্ত অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহ থেকেই মাদকবিরোধী অভিযানের এই বিশেষ পর্ব শুরু হবে।
বিস্তারিতঃ https://www.jugantor.com/todays-paper/last-page/170933/
সুত্রঃ যুগান্তর
© copyright : NTMC 2017