২০০৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় এবং মোবাইল অপারেটরদের অর্থায়নে ডিজিএফআই ভবনে ন্যাশনাল মনিটরিং সেন্টার (এনএমসি) গঠিত হয়। এনএমসি নিরলসভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে ল'ফুল ইন্টারসেপশন সহায়তা প্রদান করে। শুরু থেকেই জাতীয় নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রতিষ্ঠা
বিশ্বব্যাপী অবাধ তথ্য প্রবাহের কারণে তথ্যপ্রযুক্তি কেন্দ্রিক অপরাধ সংঘটনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ৩১ জানুয়ারী, ২০১৩ ইং তারিখে এনএমসি পরিবর্তিত হয়ে ‘’ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার(এনটিএমসি)’’ নামে নবরূপে আত্নপ্রকাশ করে। সংস্থাটি ফেব্রুয়ারী, ২০১৪ সাল থেকে একটি স্বতন্ত্র সংস্থা হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম শুরু করে।
জনবল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বলে এনটিএমসির অধীনে ৪৪ জন জনবল (২৩ জন কর্মকর্তা ও ২১ জন অন্যান্য পদবি) এর সাংগঠনিক কাঠামোর প্রবর্তন করা হয়। পরবর্তীতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা হতে প্রেষণে জনবল সমন্বয় করা হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান , বিএসপি, এসজিপি, এএফডব্লিউসি , পিএসসি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ব্রিগেডিয়ার জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৪ইং তারিখে এনটিএমসির প্রথম পরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহনের পর আর্থিক ও জনবল সঙ্কটসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম ও বিচক্ষণ দিকনির্দেশনার মাধ্যমে এনটিএমসিকে একটি পূর্ণাঙ্গ সংস্থায় পরিণত করার লক্ষে ব্যাপক কার্যক্রম শুরু করেন।
অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি
বিশ্বব্যাপী কারিগরী উৎকর্ষতার কারণে উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায় । এ ক্ষেত্রে এনটিএমসির সক্ষমতা সমানভাবে শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুধাবন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহুল ব্যবহৃত উন্নত সিস্টেম ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। সিস্টেমটি স্থাপনের মাধ্যমে দেশের টেলিকমিউনিকেশন মনিটরিং সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পায়। যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কার্যকরী ভূমিকা নিতে সহায়তা করে আসছে।
এনটিএমসির অফিস বিল্ডিং নির্মাণের অনুমতি
এনটিএমসি বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির কারণে ডিজিএফআই ভবনের সীমিত পরিসরে বিভিন্ন অবকাঠামোগত অসুবিধার সম্মুখীন হয়। যার ফলশ্রুতিতে জাতীয় নিরাপত্তায় এনটিএমসির ভূমিকার সামগ্রিক প্রেক্ষাপট ও বাস্তবতা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ১১ই সেপ্টেম্বর,২০১৪ ইং তারিখে নিজস্ব বিশেষায়িত ভবন নির্মাণের নির্দেশ দেয়া হয়। এনটিএমসির অফিস বিল্ডিং এর জন্য তেজগাঁও বিমান বন্দরস্থ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রানভান্ডার সংলগ্ন ০.৯৪ একর জমি বরাদ্ধ দেয়া হয়।
অফিস বিল্ডিং নির্মাণ কাজ শুরু
তেজগাঁও বিমান বন্দরস্থ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রানভান্ডার সংলগ্ন নির্ধারিত ০.৯৪ একর এলাকাজুড়ে ০৮ই জানুয়ারী, ২০১৫ ইং তারিখে এনটিএমসির নিজস্ব ভবন স্থাপনের কাজ শুরু হয় এবং ০১ জানুয়ারী, ২০১৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এ নবনির্মিত ভবনে এনটিএমসি'র কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।